প্রিয় ব্লগগুলোর তালিকা

এই ব্লগটি খুলেছি আমার প্রিয় ব্লগগুলোর একটি তালিকা তৈরির জন্য। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত যেসব ব্লগ আমি নিয়মিত ভিজিট করি বা পড়ি কিংবা যেসব ব্লগ সম্পর্কে আমি খোঁজখবর রাখতে চাই, সেইসব ব্লগের ফিড এই ব্লগে রেখে দেব।
যারা তাদের নিজেদের ব্লগ ঠিকানা বা ফিড এই ব্লগে রাখতে চান, তারা মন্তব্য ঘরে ব্লগলিংক রেখে দিন।

আশা রাখি আপনারা আমার এই প্রচেষ্টাকে উৎসাহিত করবেন।

ধন্যবাদ

29 comments:

কল্লোল লাহিড়ী said...

আপনার এই প্রচেষ্টা এক অসাধারণ কর্মকান্ডের স্বাক্ষরবাহী। আমার শুভেচ্ছা রইলো। http://likhtebase.blogspot.com

Aero River said...

মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার ব্লগটিকেও আমার প্রিয় ব্লগের তালিকায় রেখে দিলাম।

কল্লোল লাহিড়ী said...

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

কল্লোল লাহিড়ী said...

আমরা ছোটোদের একটা ই পত্রিকা প্রকাশ করি তার নাম ইচ্ছামতী পড়ে দেখবেন। কেমন লাগলো জানাবেন। www.ichchhamoti.org
ভালো থাকবেন।

Aero River said...

মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আগে আপনাদের 'ইচ্চামতী' সাইটটা ভিজিট করলাম। তারপর কমেন্ট করছি। শিশুদের নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় এমন উদ্যেগ সচরাচর চোখে পড়েনা। আপনারা সত্যিই একটি অসাধারণ কাজ করেছেন।

কল্লোল লাহিড়ী said...

ধন্যবাদ, ইচ্ছামতী ভিজিট করার জন্য। ভালো থাকবেন।

Indira Mukhopadhyay said...

ধন্যবাদ ! আমার ব্লগ দুটি পরিদর্শন করার জন্য। সোনারতরী অর্থাত sonartoree.blogspot.com এবং কৃষ্ণকলি অর্থাত krishnokolee.blogspot.com এই দুটি আমার যথাক্রমে general এবং recipe blog. ভালো লাগলো আপনার blog .অনেক idea পেলাম । please keep in touch ! ভালো থাকবেন ।

জিন্নাত উল হাসান said...

খেলুম না, আমি এত পরে কেন?

Aero River said...

হা! হা! খোঁজ পেয়েছি পরে।

Silent Music said...

সবাই এসে পরেছে আর আমি এতোওওওওওওওওও দুরে কি করে ছিলাম?জিনিয়াস কাকে বলে তা কি আর বইতে লেখা থাকে?

aR said...

না, আপনি এতোদিন দূরে ছিলেন না। আমার এই 'প্রিয়ব্লগ'টিতে তো আপনাকে প্রতিদিনই দেখতাম।

ফ্লোরেন্স রিয়া said...

এই ওয়েবসাইট পেজ'টা দেখুন, http://www.labnol.org/india-blogs/indian-bloggers.html এইরকম একটি তালিকা তৈরী করুন বাংলাদেশী ব্লগারদের। বেশ ভালো হবে। আপনার এই প্রচেষ্টাও খুব ভালোই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।

স্মৃতি কণা said...

আমি আছি আমি থাকব এই বিশ্বে মহা বিশ্বের কোন এক সাশ্বত উজ্জ্বল পথের পাশে, দেখবো শুধু মানুষের চলাচল।

Aero River said...

হ্যাঁ, তাতো বটেই। সবাই থাকবে, আর আপনি থাকবেন না, তা কি হয়?

ধন্যবাদ, পাশে থাকার জন্য।

macs said...

এটা একটা সুন্দর প্রচেষ্টা। আপনার পাশে থাকতে ভালো লাগে।

Anonymous said...

Good idea. Thanks for making this blogsite.

Aero River said...

@ Mohammed Ali Chowdhury আপনার কোন ব্লগটিকে আমার 'প্রিয়ব্লগস' এ রেখে দিব, তা জানান। আমি আপনার প্রোফাইল ভিজিট করে একাধিক ব্লগ পেয়েছি। তাই সিদ্ধান্ত নিতে পারিনি।

আমার পাশে থাকতে ভালো লাগে জেনে খুশি হলাম।

Aero River said...

@ Anonymous, আপনাকেও ধন্যবাদ।

স্মৃতি কণা said...

Women's Galaxy নামে মহিলা জগত পরিচালিত ব্লগ বা সাইটের একটা তালিকা করার চেষ্টা করছি, কিছু নাম সংরহ করেছি, দয়া করে প্রয়োজনীয় পরামর্শ এবং তথ্য দিলে সাজাতে সুবিধা হোত।
অপেক্ষায় রইলাম।

Aero River said...

দেরীতে উত্তর দেয়ার জন্য দু:খিত। আসলে বাঙ্গালী মেয়েদর মধ্যে ব্লগ লেখার পরিমাণ খুব কম। আমি খুজছি। পেলে জানাবো।

Unknown said...

সুন্দর প্রচেষ্টা সফল হোক এই প্রত্যাশা।
নিচের সাইট টি ঘুরে আসার পর এখানে যোগ করলে খুশি হবো
http://www.bdfish.info/bangla/

bengalirecipe said...

My blog is
http://bengali-recipez.blogspot.com
Add kore nile khushi hobo. Thanks.

Aero River said...

এ বি এম মহসিন এবং bengalirecipe আপনাদের দুজনের ব্লগ ডানপাশের সাইডবারে যোগ করে দিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Rajib said...

Please Add My Site .

sam azgor said...

খুব ভালো একটা আইডিয়া ।

মোহাম্মদ আলী চৌধুরী said...

mohammedalichowdhury.blogspot.com এইটাই রাখুন।
ধন্যবাদ

মোহাম্মদ আলী চৌধুরী said...

আপনি যদি একটি ব্লগ রাখেন তাহলে আমার banglaanubad.blogspot.com এই ব্লগটা রাখুন । এটা বাংলা ব্লগ।

Anonymous said...

ভালো লাগলো। আমিও নতুন কিছু ব্লগের ঠিকানা পেলাম :) ।sayedhabib.com

Anonymous said...

টেক ফিভার বাংলা

পাঠাগার

বিজ্ঞানবোধ

বিজ্ঞানপুরী

অগ্নিসেতু

অলৌকিক হাসানের ব্লগ

এপিটাফ

My Learning Series

জিন্নাত উল হাসান

ভাঙ্গা পেন্সিল

পাঁচফোড়ন

উবুন্টুর মুশকিল আসান

উবুংবাদ

অভ্রনীলের আবাস

ফ্লোরেন্স রিয়া

কফি হাউসের আড্ডা

মুক্তাঙ্গন

আমাদের প্রযুক্তি

Techtunes